ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডোমারে দুদকের গণশুনানি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
🕐 ১১:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

নীলফামারীর ডোমারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গণশুনানিতে অংশ নেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নূরন্নবীর সভাপতিত্বে শুনানিতে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুর বারী, জেলা প্রশাসক নাদিয়া শিরিন ও পুলিশ সুপার আশরাফ হোসেন।

গণশুনানিতে ডোমার বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ১১৮টি অভিযোগ পড়ে। তা ছাড়া থানা, হাসপাতাল, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস ও রেজিস্ট্রি অফিস এবং মাধ্যমিক শিক্ষা অফিসের নামে অভিযোগ ওঠে।

কর্মকর্তারা অভিযোগকারীদের কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এর সত্যতা জানতে চান। পরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নির্দেশে ভুক্তভোগীদের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

 
Electronic Paper