ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় আরো ১৫৭ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
🕐 ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০২১

পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় আরো ১৫৭ জনের বিরুদ্ধে মামলা

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় ১৫৭ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

 

শনিবার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আকিম উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। অজ্ঞাত নামা আসামী করা হয়েছে আরো ১৫০ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী।

থানা পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে ২৮ নভেম্বর বিকেলে ভোট কেন্দ্র ভাংচুর করা হয়।


এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সেখানে দায়িত্বরত মহিদুল ইসলাম নামে পুলিশের এক এএসআই হেনস্থা করা হয়। ঘটনার ৬ দিন পর শনিবার রাতে ঐ এলাকার ৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।


এদিকে মামলা হওয়ার খবরে ওই এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে গাঁ ঢাকা দিয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সহিসংতার ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি।

 
Electronic Paper