ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গঙ্গাচড়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
🕐 ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২১

গঙ্গাচড়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

 

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর গঙ্গাচড়ার আয়োজনে রবিবার উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক রেজাউল করিম, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, গংগাচড়া উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম বিশ্বাস, গংগাচড়া উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।

বক্তাগণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করেন।

 
Electronic Paper