ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২১

সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, উম্মে সালমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মাহমুদ হোসেন মন্ডল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলু, প্রধান শিক্ষক ও সাংবাদিক শাহজাহান মিঞা, আব্দুল মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উদযাপনে সভায় গৃহিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সুচনা। সকল সরকারি-বেসরকারি ভবনে সঠিক মাপ ও রঙয়ের জাতীয় পতাকা উত্তোলন। সকালে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন। সকাল ৯টায় আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী।

 
Electronic Paper