ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গঙ্গাচড়ায় মৎস্য উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

রংপুর অফিস
🕐 ৯:৫৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৮

রংপুরের গঙ্গাচড়ায় রংপুর মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় পুকুর খননের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। নামে মাত্র কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারসহ প্রকল্পের সদস্যদের বিরুদ্ধে। সমিতিতে ভূমিহীনদের সদস্য হওয়ার কথা থাকলেও বেশিরভাগই রয়েছেন বিত্তশালী পরিবারের।

এলাকাবাসী জানান, চলতি অর্থবছরে মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় গঙ্গাচড়া উপজেলায় চারটি বিলের পাড় নির্মাণ ও খননের জন্য বরাদ্দ দেয় মৎস্য অধিদপ্তর। তারমধ্যে বড়বিল ইউনিয়নের গিরিয়ার বিলের পাড় নির্মাণ ও খননের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ পায় বিল কর্তৃপক্ষ। কিন্তু প্রকল্প কমিটিতে গিরিয়ার পাড় গ্রামের ইউপি সদস্যের আস্থাভাজন মাকুল মিয়াকে নামে মাত্র সভাপতি বানিয়ে কাজ করছেন ইউপি সদস্য আবুল হাসান খোকনসহ প্রভাবশালীরা। মাকুল মিয়া নিজেও ভূমিহীন নন। তার বাড়িসহ নিজস্ব জমিজমা রয়েছে। তারা নামে মাত্র কাজ করিয়ে ইতোমধ্যেই তুলে নিয়েছেন প্রকল্পের মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি টাকা। শ্রমিক ও মেশিন দিয়ে খনন কাজ করার নিয়ম থাকলেও তারা যেটুকু কাজ করেছেন শুধুমাত্র মেশিন দিয়ে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারসহ জেলা মৎস্য অফিসে যোগাযোগ করেন।’ একই বিষয়ে গিরিয়ার বিল পাড় নির্মাণ ও খনন কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মঞ্জু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান। তবে ইউপি সদস্য আবুল হাসান খোকন বলেন, ‘নিয়ম মাফিক কাজ করা হচ্ছে।’
এ ব্যাপারে বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, বিলের কাজ সুন্দরভাবে হচ্ছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি। একটি মহল সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাঘাত ঘটানোর পাঁয়তারা চালাচ্ছে। বিলটির কাজ শেষ হলে এবং মাছ চাষ করা হলে এলাকার মানুষ উপকৃত হবে বলে তিনি মনে করেন।

 
Electronic Paper