ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাড় কাঁপানো শীত দিনাজপুরে

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

হাড় কাঁপানো শীত দিনাজপুরে

বিকেল থেকে শুরু হয় ঠাণ্ডা বাতাস। রাত বাড়ার সঙ্গে ঘন হতে থাকে কুয়াশা। মাঝরাতে বৃষ্টির ফোঁটার মতো সে কুয়াশা পড়ে। কয়েক দিন ধরে দিনাজপুরের আবহাওয়া এমন। এর মধ্যে দিনাজপুরে গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকালে আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, চলতি মৌসুমে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। গত সোমবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। তবে আগামী ১৫ দিনে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারী শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে।

এদিকে শীত পড়ায় সন্ধ্যার পরে বাইরে মানুষের চলাচল কমেছে। অনেকে গায়ে জড়াচ্ছে শীতের মোটা কাপড়। মানুষ ভিড় করছে লেপ, তোশক ও শীতের কাপড়ের দোকানে। তবে দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, ঘন কুয়াশা পড়ায় তাঁদের চলাচলে অসুবিধা হচ্ছে। ব্যস্ত সড়কগুলোতে এ জন্য নজরদারি বাড়াতে বলেন তারা।

 
Electronic Paper