ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে রেজাকে নৌকা দিতে জোট বেধেছে ইউনিয়ন আ'লীগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

সুন্দরগঞ্জে রেজাকে নৌকা দিতে জোট বেধেছে ইউনিয়ন আ'লীগ

আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম সরকার রেজাকে নৌকা দিতে জোট বেধেছে ইউনিয়ন আওয়ামী লীগ। এমনকি তাকে মনোনয়ন দিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে একটি সুপারিশপত্র পাঠিয়েছেন তারা।

 
ইউনিয়ন পরিষদের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানোর লক্ষ্যে গত ১৬ অক্টোবর গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশেক আলী জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মনের সসঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
এসময় উপস্থিত ৪৪ জন সদস্য আসন্ন ইউপি নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম সরকার রেজার নাম ঘোষণা করেন। পরে সবার স্বাক্ষরিত একটি সুপারিশপত্র কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে প্রেরণ করা হয়।
 
এতে রেজাউল আলম সরকার রেজাকে নৌকার মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করা হয়। তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একাধিক প্রার্থীর তালিকা মনোনয়ন বোর্ডে পাঠানোর নির্দেশ থাকায় আরও তিনজনের নাম পাঠানো হয়েছে। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলজার হোসেন, বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল ও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন বলেন, 'বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকায় সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম সরকার রেজাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে।'
 
এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশেক আলী জিকু বলেন, 'উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম সরকার রেজাকে নৌকার মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ পাঠানো হয়েছে।'
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল সীমাহীন অনিয়ম দূর্নীতি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও নির্যাতন-নিপিড়ন চালিয়েছে। তাই আমরা সর্বসম্মতিক্রমে গোলাম কবিরকে মনোনয়ন না দেয়ার জন্য অনুরোধ করেছি।'
 
Electronic Paper