ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুদিনে হিলি বন্দরে পেঁয়াজ এসেছে ৮২৯ টন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

দুদিনে হিলি বন্দরে পেঁয়াজ এসেছে ৮২৯ টন

দুর্গাপূজার ছুটি শেষে দুদিনেই ভারত থেকে এসেছে ৮২৯ টন পেঁয়াজ। গত রোববার ও গত সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩০টি ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিন দিন কমছে পেঁয়াজের দাম। দুদিন আগে যে পেঁয়াজ হিলি বন্দরে বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকা এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে।

হিলি বন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছয়দিন বন্ধ ছিল। ফলে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। দুর্গাপূজার ছুটি শেষে আবার ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতে শুরু করেছে।

আমদানি বৃদ্ধি পেলে পেঁয়াজের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

 

 
Electronic Paper