ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে পশুরহাট ভেঙ্গে দিলেন প্রশাসন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৪:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১

সুন্দরগঞ্জে পশুরহাট ভেঙ্গে দিলেন প্রশাসন

গাইবান্ধার সুন্দরগঞ্জে কঠোর লকডাউনের শেষ দিনে সরকারের নির্দেশনা অমান্য করে মীরগঞ্জ হাটে জমজমাটভাবে বসানো পশুরহাট ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ জুলাই) দুপুর ১২ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান মীরগঞ্জ গরু ছাগলের হাট ভেঙ্গে দেন। এতে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১লা জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের মধ্যেও মীরগঞ্জ পশুরহাট জমজমাটভাবে বসানো হয়। প্রতি সপ্তাহের শনি ও বুধবার বসে মীরগঞ্জ হাট। কঠোর লকডাউন চলাকালে ইতোমধ্যে চার দিন মীরগঞ্জ হাটে পশুরহাট বসানো হয়েছিল। চারদিনই উপজেলা প্রশাসন পশুরহাট ভেঙ্গে দেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান জানান, মীরগঞ্জ হাটে অভিযান চালিয়ে পশুরহাট বন্ধ করে দেয়া হয়েছে।

 

 
Electronic Paper