ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজারহাটে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের যাত্রা শুরু

সরকার অরুণ যদু, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৬:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

রাজারহাটে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের যাত্রা শুরু

অবশেষে রাজারহাটবাসীর বহু কাঙ্খিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামে নব-নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী এর উদ্ধোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের অধীনে রাজারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের নিকট এটি হস্তান্তর করে।

রাজারহাট ফায়ার সার্ভিসের জন্য সরকার দু’টি অগ্নি নির্বাপক গাড়ি বরাদ্দ প্রদান করেছে। ১৮শ লিটার পানি ধারণ করতে পারে এমন একটির নাম প্রথম কল পানিবাহী গাড়ি, দ্বিতীয়টির নাম দ্বিতীয় কলটানা গাড়ি। দ্বিতীয় কলটানা গাড়িতে পানি মজুদ থাকে না, তবে পাম্প মেশিন সংযুক্ত রয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুজ্জামান, উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক। এছাড়া রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 
Electronic Paper