সাঘাটায় সম্মাননা পেলেন চেয়ারম্যান স্বপন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

কোভিড-১৯ মোকাবিলা ও সমাজ সেবায় সঠিকভাবে ভূমিকা রাখায় সফল চেয়ারম্যান হিসেবে সম্মাননা পেয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন।
মঙ্গলবার বিইউপিএফ আয়োজনে রাজধানীর বিজয়নগরে হোটেল ফার্ট ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের এ সম্মাননা প্রদান করা হয়।
সফল ইউপি চেয়ারম্যান স্বপনের হাতে সম্মাননা তুলে দেন বিইউপিএফের সভাপতি এসএএম জাকারিয়া আলম।
উল্লেখ্য, করোনার শুরু থেকেই জনসাধারণকে সচেতন করতে ব্যাপক সময় দেন তিনি। এ ছাড়াও বেকারদের ও কর্মহীন পরিবারের মাঝে সহযোগিতা প্রদানসহ সর্বোপরি সমাজসেবায় ভূমিকা রেখেছেন তিনি।