ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রহ্মপুত্রের বাঁধ ভেঙ্গে গাইবান্ধায় ৩ ইউনিয়ন প্লাবিত

গাইবান্ধা প্রতিনিধি
🕐 ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কাইয়ারহাট এলাকায় পানির প্রবল চাপে ভেঙে গেছে ব্রহ্মপুত্র নদের রিলিফের বাঁধ। ফলে প্লাবিত হয়েছে তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা।


পানির কারণে খলাইহাড়া, মশামারি, কেতকীরহাট, কাইয়ারহাট, উড়িয়াসহ তিন ইউনিয়নের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে গাইবান্ধায় গত ২৪ ঘন্টার ব্যাবধানে সবগুলো নদ-নদীর পানি বেড়েছে। এরমধ্যে ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় না বাড়লেও বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, ঘাঘট ও করতোয়া নদীর পানি বিপদ সীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ফলে তারা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

রান্না-বান্নাতে তো সমস্যা হচ্ছেই, তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গবাদি পশুর খাদ্য সংকট ও মলমূত্র ত্যাগের স্থান পানিতে ডুবে থাকায়। এতে রোগ-জীবানু ছড়ানোর সম্ভাবনাও বেড়ে যাচ্ছে।

 
Electronic Paper