ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘সেবা পৌঁছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নেই’

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
🕐 ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

‘সেবা পৌঁছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নেই’

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নেই। প্রচলিত ধারা থেকে বেরিয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে। আইজিপির নির্দেশনা বাস্তবায়নে সব পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে। এ জন্য থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে।

রোববার গঙ্গাচড়া মডেল থানায় অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, এখন থেকে জনগণ পুলিশের কাছে আসবে না বরং পুলিশ জনগণের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে। মহামারি করোনায় জনগণের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনামকে কাজে লাগিয়ে পুলিশকে জনগণের পুলিশে পরিণত হতে হবে।

থানার ওসি সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্তি পুলিশ সুপার মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক নুর আলম প্রমুখ।

 
Electronic Paper