ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায় গেছে, ২০০৫ সালে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুলের সঙ্গে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার শাহিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বকুল তার ভাবীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রী শাহিনার বাকবিতণ্ডা হয়।

এরই এক পর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার প্ররিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।

এ ঘটনার দেড় মাস পর ময়না তদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবী নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা করে।

দীর্ঘ ১৩ বছর শুনানীর পর আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় প্রদান করে।

মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

 

 
Electronic Paper