ভূরুঙ্গামারীতে সাময়িক বরখাস্ত সদর ইউপি চেয়ারম্যান
এমদাদুল হক মন্টু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ জনগণ লাঞ্ছনা, বিদ্যুতের কর্মচারীকে শারীরিক লাঞ্ছনা, চিকিৎসকদের হুমকী ও পুজাম-পে দোকান সরানোসহ নানা অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যানের রোজেনের বিরুদ্ধে প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টা ঘটনায় মামলা রয়েছে ও সে মামলায় তিনি গ্রেফতারও হয়েছেন।
প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, বরখাস্তের ব্যাপারে অফিসিয়ালি কোন চিঠি পাওয়া যায়নি। তবে সাময়িক বরখাস্তের কথা শুনেছি।