ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বীরগঞ্জ পৌর নির্বাচন ইভিএমের মক ভোট

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

বীরগঞ্জ পৌর নির্বাচন ইভিএমের মক ভোট

দিনাজপুরের বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএমের নমুনা ভোট বা মক ভোট গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা হতে ৪টা পর্যন্ত বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ সম্পর্কে ধারণা দিতে উক্ত মক ভোট গ্রহণ করা হয়। পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চলে।

রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম সব কেন্দ্রের মক ভোট পরিদর্শন করেন।

তিনি জানান, যেহেতু বীরগঞ্জে ইভিএমে ভোট গ্রহণ এই প্রথম তাই ইভিএম সম্পর্কে ধারণা দিতে এই মক ভোটের আয়োজন করা হয়েছে এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নুর-ই-আলম। তিনি ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেন ও ভোট প্রদানের নিয়ম শিখিয়ে দেন।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে ৪৯টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ১৫৫৪৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭৫১৩ এবং মহিলা ভোটার ৮০৩২ জন।

 

 
Electronic Paper