আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ০২, ২০২০

চলতি আখ মাড়াই মৌসুমে সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই বন্ধ হওয়ার ঘোষণার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়ন ও আখচাষি সমিতি। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করে সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই করার জোর দাবি জানিয়েছেন তারা।
বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের রাস্তার সামনে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শ্রমিক-কর্মচারীসহ আখচাষিরা। রাস্তা বন্ধ করে বিক্ষোভ করার সময় যান চলাচল কিছুটা সময় বন্ধ থাকে।
শ্রমিক নেতৃবৃন্দ ও আখচাষি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে সেতাবগঞ্জ সহ দেশের ৬টি চিনিকলে চলতি বছরের আখ মাড়াই বন্ধ ঘোষণা হওয়ার পর থেকেই শ্রমিক-কর্মচারী ও আখ চাষিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মিলটিতে আখ মাড়াই না হলে শ্রমিক-কর্মচারীসহ হাজার আখচাষি চরম ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য তারা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মিলটি চালুর জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
এ সময় মিলের আখচাষি সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত চৌহান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা জানান, তাদের দাবি পূরণ না হলে আগামীতে তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।