ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি এবং এমপিওভুক্তিকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এতে জেলার ৫০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাহমুদুল হাসান দিনার, খায়রুল ইসলাম, রাজিয়া সুলতানা, এরশাদুল হক, মো. আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম পলাশ, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী প্রমুখ।

বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধীবান্ধব মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে সরকার সেবাদানকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

 

 

 
Electronic Paper