ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৫ দফা দাবিতে শ্যামপুরে মানববন্ধন

রংপুর অফিস
🕐 ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতি।

শনিবার শ্যামপুর সুগার মিলস্ প্রাঙ্গণে এ মানববন্ধনে প্রায় দেড় হাজার শ্রমিক, চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান, আলতাফ হোসেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মোত্তালেব, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বিদ্যুৎ প্রমুখ।

বক্তারা বলেন, রংপুরের একমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলস্ এর লোকসান দেখিয়ে বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি আজ আমরা। আমাদের দাবি দ্রুত চিনি শিল্প বন্ধের প্রতিক্রিয়া বাতিল করতে হবে।

 
Electronic Paper