ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউএনও’র ওপর হামলা: রবিউলের আবারও ৩ দিনের রিমান্ড

দিনাজপুর প্রতিনিধি
🕐 ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা মামলায় আসামি রবিউলকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাম জাফর এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে ছয় দিনের রিমান্ড শেষে বেলা সাড়ে ১১টায় আসামি রবিউলকে কড়া পুলিশি প্রহরায় আদালতে আদালতে হাজির করা হয়।

এদিন আসামি রবিউল ইসলামের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু জবানবন্দি নিতে না পারায় আবারও রিমান্ড আবেদন করে পুলিশ।

প্রসঙ্গত, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ইউএনও অফিসের বরখাস্তকৃত মালি রবিউল ইসলামকে গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।

বৃহস্পতিবার তার ছয় দিনের রিমান্ড শেষ হয়। এ মামলায় এর আগে আরও চার আসামিকে গ্রেফতার করা হয়। ওই চার আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

 

 
Electronic Paper