ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হিলি স্থলবন্দরে আজ আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
🕐 ১২:১০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতীয় ব্যবসায়ীর মৃত্যুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, গত রোববার ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার ম-ল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়, সংগঠনের সাবেক সভাপতি অশোক আগরওয়াল গত শনিবার মারা যান।

এ কারণে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল বুধবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের সব কার্যক্রম।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়। তবে নভেল করোনাভাইরাসের কারণে এখনো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস ১২ দিন বন্ধ থাকার পর সরকারি সকল নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে গত ৮ জুন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। এদিকে জিরো পয়েন্ট গেইটে বসানো হয়েছে জীবাণুনাশক ট্যানেল, হ্যান্ড থ্যার্মাল দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা, প্রতিটি গাড়িকে জীবাণুনাশক স্প্রের মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

 

 
Electronic Paper