ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডিমলায় ঈদ কেনাকাটায় সামাজিক দূরত্ব মানছে না কেউ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
🕐 ৪:২৬ অপরাহ্ণ, মে ২২, ২০২০

নীলফামারীর ডিমলায় সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেট করার নির্দেশ থাকলেও তা মানছে না কেউ। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব না মেনেই ডিমলার বাজারগুলোতে চলছে ঈদের কেনাকাটা।

এতে করে করোনা সংক্রমনের আশঙ্কা বাড়ছে জনমনে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্নস্থান থেকে শত শত নারী-পুরুষ করছেন ঈদের কেনাকাটা। তবে অধিকাংশ ক্রেতাদের মাঝে দেখা যায়নি সচেতনতা। দোকানগুলোতে একজনের সঙ্গে আরেকজনের গা ঘেঁষেই করছে কেনাকাটা। ঈদের মার্কেট করতে বাজারে পুরুষদের চাইতে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এছাড়াও পরিবারের সঙ্গে বাজারে আসছে শিশুরাও। এতে করে বাড়ছে শিশুদের করোনায় আক্রান্তের ঝুঁকি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, আইন প্রয়োগ করে মানুষকে সচেতন করা কঠিন হয়ে পড়েছে। করোনা থেকে বাঁচতে নিজেদের প্রয়োজনে মানুষকে নিজে থেকেই সচেতন হতে হবে।

 

 
Electronic Paper