ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ১০:৩৭ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘করোনা সংকটে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার করছেন। পুলিশ সদস্যরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন। বাংলাদেশে গত কয়েক বছরে যত সম্যসা এসেছে, সেটা নিরসনে পুলিশের ভূমিকা অপরিসিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর মডেল। তিনিই মানুষকে করোনায় প্রণোদনা দিচ্ছেন এবং নানা পদক্ষেপ নিয়েছেন।’

গত রোববার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষত চত্বরে কৃষকদের কাছ থেকে বোরো ধান ও স্থানীয় মিলারদের কাছ থেকে চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার দে, গুদাম কর্মকর্তা রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

 
Electronic Paper