ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিবন্ধীদের পাশে ডা. সোহাগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ১০:৩৪ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

করোনাভাইরাসের কারণে অনেকটা থমকে গেছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। ঠিক এ সময়ে দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন সেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর দি ডিজঅ্যাবল্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডা. আহাদুজ্জামান চৌধুরী সোহাগ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পশ্চিম গৌরিপাড়া গ্রামে ১০০টি প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা, এক কেজি লাচ্ছা সেমাই, এক কেজি ছোলা, এক কেজি গুঁড়ো দুধ, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, তিনটি সাবান ও ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, প্রেস ক্লাবের সদস্য রজব আলী, এডিডির চিলড্রেন কেয়ারের জান্নাতুন ফেরদৌসি, চিলড্রেন কেয়ারের তাহাবুল ইসলাম প্রমুখ।

 
Electronic Paper