ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কর্মহীন মানুষের পাশে এমপি নূর

নীলফামারী প্রতিনিধি
🕐 ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নীলফামারীর সদর উপজেলার দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন আসাদ্জুামান নূর এমপি।  শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের উদয়ন শিশু বিদ্যা পিঠ চত্বরে শতাধিক কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সংদস সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, যুগ্ম-সাধারণ সম্পাদক রত্না সিনহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম প্রমুখ।

পৌরসভার নয়টি ওয়ার্ডের এক হাজার কর্মহীন মানুষকে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, একটি করে সাবান বিতরণ করা হয়। এর আগে নীলফামারী সদরের ১৫টি ইউনিয়নে দুই হাজার ৭০০ পরিবারকে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, এটি করে সাবান বিতরণ করা হয়েছে।

 
Electronic Paper