ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দূরত্ব বজায় রেখে চাল বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ১১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ০২, ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরুত্ব বজায় রেখে দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়ন মাঠে ভিজিডির কার্ডধারী ৭২৮ জন দুস্থ নারীর মাঝে ৩০ কোজি করে চাল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের নিজস্ব অর্থায়নে প্রতিটি নারীকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কও বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা চাল নিতে আসা নারীদের করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, খুব সাবধানে চলাফেরা করবেন। কারও বাড়িতে যাবেন না এবং কাউকে আসতেও দিবেন না। সব সময় মাস্ক পরে থাকবেন। ঘন ঘন সাবান দিয়ে ভালো করে হাত ধুবেন। আল্লাহর অশেষ কৃপায় আমাদের মাঝে করোনা ভাইরাস আক্রমণ করতে পারবে না।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার আব্দুস সালাম, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম, ইউপি সদস্য আতিকুর রহমান নয়ন, শান্তাদুল ইসলাম, এরশাদুল হক ও মাঠকর্মী আলমগীর হোসেন প্রমুখ।

 
Electronic Paper