ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হতদরিদ্রদের খাদ্যসামগ্রী দিলেন ইউএনও

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ১০:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০

প্রাণঘাতী করোনার আতঙ্কে মানুষ যখন ঘরবন্দি। চুলাই চড়ছে না ভাতের হাড়ি। বন্দিদশার কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়ছে দিন এনে দিন খাওয়া হতদরিদ্র মানুষগুলো।

এমন সময় অসহায় ও হতদরিদ্রদের মুখে অন্য তুলে দিতে রাতের আধারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী দিনাজপুরের হাকিমপুরের (হিলি) উপজেলার ইউএনও আব্দুর রাফিউল আলম।

হাকিমপুর ইউএনও আব্দুল রাফিউল আলম জানান, গত রোববার উপজেলা বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ১০০ হতদরিদ্রদের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি আটা, এক লিটার সোয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি লবণ ও এক কেজি করে মশুরের ডাল পৌছে দেওয়া হয়েছে।
তিনি করোনা ভাইরাস মোকাবেলায় হাকিমপুর উপজেলা প্রশাসন সর্বক্ষণ মাঠে কাজ করছেন। অপ্রয়োজনে বাড়ির বাহিরে কেউ যেন বের না হয়। সবাইকে হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের পাশে থাকার অহবান জানান তিনি।

 

 
Electronic Paper