ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিনাজপুরে করোনার লক্ষণ নিয়ে ১ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
🕐 ৫:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ফরহাদ হোসেন অপি ওরফে তাহের উদ্দিন। তার বয়স ৪০ বছর। তিনি উপজেলার জজবানী ইউনিয়নের তফসি গ্রামের বাসিন্দা।

সোমবার (৩০ মার্চ)  সকাল ১১টায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যুর সময় তাহের উদ্দিনের সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা পুরোপুরিভাবে নিশ্চিত নই যে, তিনি করোনায় মারা গেছেন।

তাহের উদ্দিন কুমিল্লা জেলায় ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কাজ করতেন। সম্ভবত সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হতে পারেন। আমরা স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিষয়টি জানিয়ে দিয়েছি। তারা মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। এছাড়া তাহের উদ্দিনের পরিবারকে কোয়ারেন্টিনে থাকতে বলেছি। আমরা তাহের উদ্দিনের বসবাসরত পুরো গ্রামটিকে কোয়ারেন্টিনের আনার চিন্তা করছি।

 
Electronic Paper