ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় রোগীর বেড ফাঁকা!

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

করোনা ভাইরাসের প্রভাবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তেমন রোগী দেখা মিলছে না। জরুরি প্রয়োজনেও অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসছে না। পলে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় রোগীর বেড ফাঁকা। শুধু জরুরি বিভাগে সেবা নিতে আসলেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে না কোন রোগী।

জানা যায়, করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে সারাবিশ্ব। মানুষের মনের মধ্যে আতঙ্কিত বিরাজ করছে। বোচাগঞ্জ উপজেলার রাস্তাঘাট প্রায় ফাঁকা। সাধারণত বাজারঘাটে তেমন কোন ক্রেতা দেখা যায় না। জনসমাগম এড়াতে সার্বক্ষণিক টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন ও বোচাগঞ্জ থানা পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বেশির ভাগ বেড খালি পড়ে আছে। সেখানে মাত্র ছয়জন রোগী ভর্তি রয়েছে।

পুরুষ একজন, মহিলা দুজন, শিশু তিনজন ভর্তি রয়েছে। অন্যসব বেড খালি পড়ে থাকতে দেখা যায়। ক্লিনাররা সবস্থানে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছে। পাশের জরুরী বিভাগে সেবা দিচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইমরুল কায়েস ও একজন সহকারী চিকিৎসক। গত শনিবার এই দুই চিকিৎসক ৬০ জন রোগীকে সেবা প্রদান করেন।

আবাসিক চিকিৎসক ডা. আসাদুজ্জামান রুমন জানান, রোগীরা সচেতনা হওয়া সাধারণত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে কম আসছে।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস জানান. করোনা ভাইরাসের কারণে রোগীর ভর্তি সংখ্যা কম। ছয়জন রোগী আছে।

 

 
Electronic Paper