ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজও শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ফলে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা সম্ভব হয় না এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এতে করে ছাত্র-ছাত্রীদের দিবসটির প্রতিপাদ্য বিষয়ে অজানাই থেকে যাচ্ছে।

সূত্র মতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক আদেশে উল্লেখ্য করা হয়। দেশের যেসব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নেই, সেগুলোতে শহীদ মিনার নির্মাণ করতে হবে।

এছাড়া যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোও সংস্কার করার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলায় ৫টি কলেজ, ৪৫টি হাইস্কুল, ১৯ টি মাদ্রাসা ও প্রায় ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে কলেজসহ কয়েকটি হাইস্কুলে শহীদ মিনার থাকলেও দাখিল এবং আলিম মাদ্রাসায় শহীদ মিনার নেই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব জানান, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে তাগিদ দেওয়া হয়েছে।

 
Electronic Paper