ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাম ও রুবেলা

রংপুরে ঝুঁকিতে দুই লক্ষাধিক শিশু

রংপুর অফিস
🕐 ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

রংপুর বিভাগের আট জেলার প্রায় দুই লাখ ২০ হাজার শিশু হাম-রুবেলা রোগ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, শহর এলাকার সুউচ্চ ভবনের শীর্ষে বসবাস করা অভিভাবকদের কাছে স্বাস্থ্যকর্মীর বার্তা পৌঁছানো কঠিন হওয়ায় গুরুত্বপূর্ণ এ টিকা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। ফলে গ্রামের চেয়ে শহরের শিশুরা হাম-রুবেলা রোগ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার সকালে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে ‘হাম-রুবেলা ক্যাম্পেইন’ উপলক্ষে রংপুর বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সভায় পাওয়ার পয়েন্টে উপস্থাপনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রংপুর বিভাগীয় সমন্বয়কারী ডা. জুবায়ের আল মামুন বলেন, রংপুর বিভাগের শতকরা ৪০ জন শিশু হামের কোনো ডোজই পায়নি। শতকরা ৩১ জন শিশু একবার হামের টিকা নিয়েছে।

বিশ্ব পরিসংখ্যানে প্রতি ঘণ্টায় ১৬ জন শিশু মারা যায় হাম-রুবেলায়। মানুষের সচেতনতাই পারে হাম-রুবেলার সংক্রমণ থেকে শিশুদের বাঁচাতে।

সভায় জানানো হয়, দেশকে হাম-রুবেলা মুক্ত করতে আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত তিন সপ্তাহব্যাপী রংপুর সিটি করপোরেশনসহ রংপুর বিভাগের আট জেলার ২০ হাজার ৭৯৫টি স্কুলে ৪০ লাখ ৪৫ হাজার ৮০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল হক চৌধুরী, পরিবার-পরিকল্পনা বিভাগীয় পরিচালক মো. মাহবুব আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যায়ের উপ-পরিচালক ডা. সুলতান আহমেদ, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এনামুল হক, রংপুর মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের আট জেলার সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক, পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, সহকারী পরিচালক, ইমাম ও সাংবাদিকরা।

 
Electronic Paper