ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেরোবিতে ৬ দিনের বইমেলা শুরু

রংপুর অফিস
🕐 ১০:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করে কয়েকজন শিশু।

উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক-সামাজিক সংগঠন রণনের সভাপতি, বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. রেজাউল হক, বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান, তরুণ কথাসাহিত্যিক আশান-উজ-জামান, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, লেখক রানা মাসুদ, বেগম রোকেয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের সাংস্কৃতিক-সামাজিক সংগঠন গুনগুনের সভাপতি হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক উমর ফারুক। শিশু উদ্বোধকের মধ্যে উপস্থিত ছিল লেখক শুদ্ধসত্ত অনন্ত নীলিম ঐক্য, প্রযুক্তা অক্ষর ও সাধ্য।

 
Electronic Paper