ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ৩ নারী

গাইবান্ধা ও সাদুল্লাপুর প্রতিনিধি
🕐 ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার গত বছরের ২৭ ডিসেম্বর মারা যাওয়ায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলেও নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা করেননি।

নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় দেড় ডজন। এদের মধ্যে নারী প্রত্যাশী রয়েছেন তিনজন। তারা হলেন, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি (সংরক্ষিত) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম খন্দকার মতলুবর রহমান নান্নুর মেয়ে খন্দকার তামান্না শারমিন ও সাদুল্লাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রেহেনা বেগম।

অন্য মনোনয়ন প্রত্যাশীদের মতো ওই তিন নারীও মনোনয়ন পেতে কেন্দ্রে রাখছেন নিবিড় যোগাযোগ। শুধু যোগাযোগই নয়, তারা নিজেদের জাহির করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাসহ নির্বাচনী এলাকায় সাঁটিয়েছেন হাজার হাজার পোস্টার। আর এসব পোস্টার দেখে ভোটারদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। আওয়ামী লীগের পুরুষ মনোনয়ন প্রত্যাশী ও নারী মনোয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় নেতৃত্বের হিসাব কষছেন ভোটাররা।

এবারে কে পাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন। তা নিয়ে আলোচনার ঝড় সর্বত্র। তবে পুরুষ মনোনয়ন প্রত্যাশীর পাশাপাশি ওই তিন নারীও আলোচনার তুঙ্গে উঠেছে। তবে উম্মে কুলসুম স্মৃতি শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন কিছু সংখ্যক ভোটার।

জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, এই আসনটির উপ-নির্বাচন বিষয়ে এখনও তফসিল ঘোষণা করা হয়নি। তবে নিয়ম অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

 
Electronic Paper