ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জুতা পায়ে শহীদ মিনারে

সমালোচনায় আ.লীগ নেতা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
🕐 ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ০৬, ২০২০

লালমনিরহাটের কালীগঞ্জে জুতা পায়ে শহীদ মিনারে উঠে বই বিতরণের অভিযোগ উঠেছে। সেই ছবি আবার নিজেদের ফেসবুকে আপলোড করে সমালোচনার মুখে পড়েছেন উপজেলার গোড়ল দাখিল মাদ্রাসার সুপার, সভাপতি ও আওয়ামী লীগ নেতা নূর আমিনসহ শিক্ষকরা।

স্থানীয়রা জানান, নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করে সরকার। বই বিতরণ করার সময় উপজেলার গোড়ল দাখিল মাদ্রাসার সুপার মোবাশ্বের আহমেদ ও ম্যানেজিং কমিটির সভাপতি নূর আমিনসহ কয়কজন শিক্ষক শহীদ মিনারে জুতা পায়ে বই বিতরণ করেন। 

সেই ছবি তুলে তারা নিজেদের আইডিতে আপলোড করলে ভাইরাল হয়ে যায়। জুতা পায়ে শহীদ মিনারে ওঠে বই বিতরণের ঘটনায় ফেসবুকসহ জেলাজুড়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে।

ছবিতে দেখা গেছে, গোড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নূর আমিনসহ মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) মোবাশ্বের আহমেদ ও সহকারী শিক্ষক (কম্পিউটার) আব্দুর রশিদ, বিএসসি শিক্ষক আনিছুর রহমান, মাদ্রাসার সহকারী শিক্ষক আতাউর রহমান ছোটনসহ অন্যান্য শিক্ষকরা শহীদ মিনারে জুতা পায়ে বই বিতরণ করছেন।
জুতা পায়ে শহীদ মিনারে ওঠা সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা মহাসিন টুলু খোলা কাগজকে বলেন, ‘দেশের প্রতি যাদের ভালোবাসা নেই, তারা কিভাবে শিক্ষক হিসেবে থাকেন। অবশ্যই ওইসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আমিন খোলা কাগজকে বলেন, ‘ব্যস্ততার কারণে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে উঠে পড়েছি। এজন্য আমি নিজে লজ্জিত।’

এ বিষয়ে জেলা প্রশাসক আবু জাফর জানান, জুতা পায়ে শহীদ মিনারে উঠার ঘটনা খুবই দুঃখজনক। যদি প্রমাণ মেলে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper