টেন্ডার ছাড়াই কাটা হলো গাছ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
🕐 ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৯
নীলফামারীর সৈয়দপুর শহরের ১৫০ মেগা ওয়াটবিদ্যুৎ উৎপাদন ও বিপনন কেন্দ্রের পাঁচটি গাছ কোন প্রকার টেন্ডার ছাড়াই কর্তন করে বিক্রি করেছে ম্যানেজার বা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ।
প্রায় ১০ লাখ টাকা মূল্যের ওই গাছ মাত্র ২১ হাজার টাকায় বিক্রি করা হয়। এতে যেমন পত্রিকায় টেন্ডার না দেওয়ার অনিয়ম করা হয়েছে তেমনি একেবারে পানির দামে গাছ বিক্রি করায় সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, প্রধান ফটকের পাশেই প্রতিষ্ঠানের রেস্ট হাউজ সংলগ্ন একটি আম গাছ, দুটি কাঠাল গাছ ও দুটি শিশু গাছ পত্রিকায় কোন প্রকার বিক্রয় বিজ্ঞপ্তি না দিয়েই মৌখিকভাবে বিক্রি করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার বা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ।
ওয়াপদা নতুনহাট এলাকার সাবদুল নামে এক গাছ ব্যবসায়ী ওই গাছগুলো মাত্র ২১ হাজার টাকায় কিনে কেটে নেয়। পরে গাছগুলো রফিকুল ইসলাম নামে কয়াগোলাহাট এলাকার পাইকার মাত্র ৩৫ হাজার টাকায় কিনে নেয়।
তবে নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
