ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১০ কেজি ধানে এক কেজি পিয়াজ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
🕐 ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

‘হাটোৎ আসনো ১০ কেজি ধান বেচেয়া শাক সবজি আর মরিচ পিয়াজ কেনমো, হায়রে মোরধান ১০ কেজি ধান বেচেয়া পাইনো ১৪০ টাকা, আনাজ হাটিৎ (সবজি বাজার) যায়া দেখি পিয়াজের কেজি ১৪০ টাকা, তোমরায় কন বাহে সামবাদিকের বেটা এলা মুঁই কি করিম? মোর সংসাতোৎ সপ্তাহে নাগে দেড় কেজি পিয়াজ।

তাছাড়া মরিচসহ অন্য খরচতো আছেই।’ অবাক বিষ্ময়ে গত সোমবার কথাগুলো বলেন রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে সবজি কিনতে আসা রঘুনাথ এলাকার আব্দুল জলিল। তিনি বলেন এইদ্যান হইলে তো হামরা শ্যাষ হয়া যামো বাহে।

আরেক ক্রেতা বলেন, পিয়াজের বাজারে আগুন লেগেছে, মাস খানেক হলো কিন্ত সেই আগুন থামছেই না। দিনের পর দিন পিয়াজের ঝাঁজ আরও বেড়েই চলেছে।
বাণিজ্য মন্ত্রীর আশ্বাস, খোলা বাজারে পিয়াজ বিক্রি এসব কোনোভাবেই পিয়াজের লাগাম আটকাতে পারছে না।

উপজেলার ধানের পাইকার মোজাফ্ফর হোসেন, বলেন কয়েকদিন আগে ধানের দাম একটু বাড়লেও বর্তমানে তা মণ প্রতি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা। সামনের মৌসুমে দাম আরও কমার শঙ্কা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, সামনে পিয়াজের মৌসুম। আর এ এলাকায় তিস্তা চরের জমিতে প্রচুর পিয়াজ চাষ হয়।
তাই আর কদিন গেলেই নতুন পিয়াজ বাজারে আসবে। তখন দাম কিছুটা কমবে।

 
Electronic Paper