ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজারহাটে উচ্ছেদের পরও অক্ষত স্থাপনা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

রাজারহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলপথের দুই ধারের সমস্ত স্থাপনা উচ্ছেদ করা হলেও স্টেশনের পাশের একটি ভবন রহস্যজনক কারণে উচ্ছেদ না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে উচ্ছেদ অভিযানে গৃহহারা হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে অতিরিক্ত স্ট্রেট অফিসার এবিএম গোলাম মোস্তফা জানান, আমি নামাজে গিয়েছিলাম, সে সময় আইডব্লিউ ইঞ্জিনিয়ার একটা হটকারিতা করেছেন। প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেটিও ভেঙে ফেলা হবে।

খোলা আকাশের নিচে বসবাসকারী হরিজন পরিবারের অভিভাবক বাবুলাল জানান, বুলড্রোজারের আঘাতে আমার বাড়িঘর ও জিনিসপত্র সব পিষ্ট হয়ে গেছে। এখন কোথায় ঘুমাবো, কি করবো কিছুই জানি না।

রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী এলাকা পরিদর্শন করে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

 
Electronic Paper