ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

সুন্দরগঞ্জে বিক্ষোভ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ এবং সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, পৌর মেয়র আব্দুল্লাহ আল-মামুন, প্রগতিশীল নেতা সাদেকুল ইসলাম দুলাল, জাসদ নেতা মুসলিম আলী মাস্টার, মুন্সি আমিনুল ইসলাম সাজু, সাইফুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান হবি, ইমদাদুল ইসলাম, সাংবাদিক কল্যাণ পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম শামছুল হক, সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুল মতিন সরকার, শফিকুল ইসলাম অবুঝ, শাহজাহান মিয়া প্রমুখ।

বক্তারা পিআইও নুরন্নবী সরকারের বিভিন্ন দুর্নীতি, অপকর্ম তুলে ধরে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জানান। অন্যথায় সুন্দরগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।

 
Electronic Paper