ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিনাজপুর জেলা সমিতি ঢাকা’র নির্বাচন ৬ ডিসেম্বর

দিনাজপুর প্রতিনিধি
🕐 ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

ঢাকাস্থ দিনাজপুর বাসীদের সংগঠন দিনাজপুর জেলা সমিতি ঢাকা’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বীর প্রতীক মোঃ মহসীন আলী সরদার ঐতিহ্যবাহী এ সমিতির তফসিল ঘোষণা করেন। তফসিল অনুয়ায়ী আগামী ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকাস্থ দিনাজপুর বাসীদের ভোটার হতে সদস্যভুক্তির আহ্বান জানিয়েছেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং সাধারন সম্পাদক এ টি এম রফিকুল ইসলাম।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।নির্বাচন উপ কমিটি কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ৮ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত পদের জন্য মনোনয়ন পত্র সরবরাহ ও আহবানের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।

মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৬ নভেম্বর রাত ৮টা পর্যন্ত।মনোনয়ন পত্র বাচাই পূর্বক প্রার্থী তালিকা প্রকাশের শেষ তারিখ ১৮ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত। নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ২৩ নভেম্বর ২০১৯ রাত ৮টা। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ০৬ ডিসেম্বর ২০১৯ বিকেল ৪টা। মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত প্রিপ্রেটরী গার্লস স্কুল এন্ড কলেজ নির্বাচনের অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৫১ সাল থেকে ঐতিহ্যবাহী এ সমিতি দিনাজপুর বাসীদের কল্যাণে কাজ করে চলছে। দিনাজপুর জেলা সমিতির রেজিঃনং-ঢ০১৯৫০।

 
Electronic Paper