ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেরপুরে লোক দেখানো মশক নিধন

বরাদ্দের টাকা আত্মসাৎ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
🕐 ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৩, ২০১৯

ডেঙ্গু রোগের বাহক এডিশ মশার আবাসস্থল ধ্বংস ও মশক নিধনের জন্য বগুড়ার শেরপুর পৌরসভায় সরকার সাড়ে নয় লাখ টাকা বরাদ্দ দেয়। মশক নিধনে ওষধ না ছিটিয়ে লোক দেখানো ড্রেনেজ পরিস্কারের নামে মশক নিধনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে।

পৌর কর্তৃপক্ষ এডিস মশা নিধনে শেরপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওষধ ছিটানোর কথা বললেও ওয়ার্ডবাসি বলছে ভিন্ন কথা। তারা বলছে, একবার আমাদের ওয়ার্ডগুলোতে ওষধ ছিটানো হয়েছে। তাও শুনেছি বগুড়া জেলা পুলিশের আয়োজনে।

পৌরসভার হিসাব রক্ষক রেজাউল করিম জানান, গত আগস্টের ৯ তারিখে ডেঙ্গু নিধনের জন্য ৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পায় শেরপুর পৌরসভা। ৪ লাখ টাকা ড্রেন পরিস্কার করার জন্য খরচ হয়েছে। আর বাদবাকি টাকা ট্রেন্ডার হবে বলে শুনেছি।

তবে মশক নিধনের বাজেট বা কার্যক্রম নিয়ে মোবাইল ফোনে তথ্য দিতে নারাজ পৌরসভার সচিব ইমরুস মুজিব। শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার বলেন, নিয়মমত কাজ করা হচ্ছে।

 
Electronic Paper