ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঠাকুরগাঁওয়ে ছুটির দিনে সড়কে ঝরল দুই প্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
🕐 ১২:৫৬ অপরাহ্ণ, জুলাই ০৬, ২০১৮

ঠাকুরগাঁওয়ে নৈশ কোচের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইলের হাড়িপুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল এক্সপ্রেসের একটি কোচ পঞ্চগড় যাচ্ছিল। সকালে গাড়িটি মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাজী ফার্ম লিমিটেডের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক সাজ্জাদ মারা যায়। তিনি ঢাকার মিরপুর এলাকার হামিদুর রহমানের ছেলে। দুর্ঘটনায় নাবিলের চালক শাহ আলমসহ আহত হন আরও ১৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. জিন্নাত পারভীন জানান, আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

 

 
Electronic Paper