ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নীলসাগর গ্রুপের সহযোগিতায় প্রীতি ক্রিকেট ম্যাচ

মোশাররফ হোসেন, নীলফামারী
🕐 ১১:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

নীলফামারীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে শাহিপাড়া প্রিমিয়ার লিগের (এসপিএল) সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই ম্যাচের আয়োজন করা হয়।

খেলা পরিচালনা করেন জেলা ক্রিকেট আম্পায়ারের সদস্য আরিফ হোসেন ও জিম আহমেদ।

শাহিপাড়া প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির কর্মকর্তা ওয়াহেদ আলী তুফান জানান, নির্ধারিত ১৬ ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচে সিনিয়র একাদশ ৮ উইকেটের বিনিময়ে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র একাদশ ১৫ দশমিক ৪ বল খেলে সমান উইকেটের বিনিময়ে ৯৫ রান সংগ্রহ করে জয়ী হয়।

নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব জানান, নীলসাগর গ্রুপের সহযোগিতায় প্রতিবছর ঈদ পুনর্মিলনীতে ওই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার (গতকাল) শাহিপাড়া প্রিমিয়ার লিগের জুনিয়র ও সিনিয়র গ্রুপের মধ্যে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ম্যাচের প্রধান পৃষ্ঠপোষক শাহিপাড়া প্রিমিয়ার লিগের আহ্বায়ক ও নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সুজন পোল্ট্রি ফিস কেয়ারের ব্যবস্থাপক আওরঙ্গজেব সুজন প্রমুখ।

 
Electronic Paper