ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাইবান্ধায় ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
🕐 ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

গাইবান্ধার সদর উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ২০০২ সালের ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের চিথুলিয়া দিগর ও মাইজবাড়ী চরের বন্যাকবলিত ২৩০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোল্লারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান সরকার, ইউপি সদস্য বাহার উদ্দিন ও ফরিদুল হক সরকার, নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সোহেল আলম বাবু, তৌহিদুল ইসলাম বিমান, ইউনুস ইসলাম শ্যাম, মাসুদার রহমান মিলন, মো. খালেকুজ্জামান, সোলায়মান ইসলাম সনেট, আহমেদ শামীম, রাশেদ ইসলাম, রুহুল আমিন ইসলাম হৃদয়, রাহু ইসলাম, রবিউল ইসলাম, সুমন মিয়া, সাংবাদিক শাহাদৎ হোসেন মিশুক, রওশন আলম পাপুল প্রমুখ।

২০০২ সালের এসএসসির শিক্ষার্থী নাহিদ হাসান চৌধুরী রিয়াদ বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ও সদর মোল্লার চরে দুর্গম এলাকায় গিয়ে আমরা ত্রাণ বিতরণ সুষ্ঠভাবে করতে পারছি। ওই স্থানে বেসরকারি পর্যায়ে কেউ ত্রাণ বিতরণ করেনি বলে জেনেছি।

শুক্রবার দুপুরে আমাদের বন্ধুদের পক্ষ থেকে ২৩০টি পরিবারকে ত্রাণ দিতে পেরেছি। ত্রাণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে চিথুলিয়া দিগর ও মাইজবাড়ি চরের মানুষগুলো।

 
Electronic Paper