ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুড়িগ্রামে বন্যায় সাড়ে আট লাখ পানিবন্দি, ভোগান্তি চরমে

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি না ঘটেলেও মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। চলছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। শৌচকর্ম সারার সুব্যবস্থা না থাকায় প্রকৃতির ডাক এলেই চরম ভোগান্তিতে পড়ে নারী, শিশু ও বৃদ্ধরা। চলছে ক্ষধার কষ্ট। এ দুর্ভোগে জেলার প্রায় সাড়ে আট লাখ মানুষ বানভাসি।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্র জানায়, বন্যার ফলে ৫৭টি ইউনিয়নের প্রায় সাড়ে আট লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদী ভাঙনের শিকার হয়েছে এক হাজার ২৪৯টি পরিবার। ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার হেক্টর। বন্যায় এক হাজার ২৪৫কিলোমিটার রাস্তা, ৪০ কিলোমিটার বাঁধ ও ৪১টি ব্রিজ/কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ৭৩৪টি। দুই লক্ষাধিক গবাদিপশু পানিবন্দি।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে ৮০০ মে.টন জিআর চাল, ১৩ লাখ ৫০ হাজার টাকা, তিন হাজার প্যাকেট শুকনো খাবার ও ঈদুল আজহা উপলক্ষে ছয় হাজার ৪২৮ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

 
Electronic Paper