ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাবার কোলে চড়ে নাইচের সাফল্য

ধুনট (বগুড়া) প্রতিনিধি
🕐 ৭:০১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

প্রতিবন্ধকতাকে জয় করে বগুড়ার ধুনট উপজেলার নাইচ খাতুন সফলভাবে এইচ এস সি পাস করেছে। দুই পা ও ডান হাত অচল, বাম হাতকে সম্বল করে বাবার কোলে চড়ে সে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২.৭৫ পেয়েছে।

উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী নাইচের বাবা বিশ্বহরিগাছা-বহালগাছা গ্রামের নজরুল ইসলাম একজন প্রান্তিক কৃষক ও মা আকতার জাহান গৃহিনী। তার বড় ভাই রবিউল করিম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্সের ছাত্র। মাত্র দেড় বিঘা ফসলী জমির ওপর চলে তাদের লেখাপড়া ও সংসার।

নাইচ খাতুনের বাবা জানান, তার মা ও তিনি ছোট থেকেই তাকে কোলে তুলে নিয়ে বিদ্যালয় ও কলেজের বেঞ্চে বসে দিয়েছেন। ক্লাস শেষে আবার একই ভাবে তাকে বাড়ি নিয়ে গেছেন।

নাইচ খাতুন বলেন, আমি কারোও বোঝা হয়ে থাকতে চাই না। ইচ্ছা শক্তি ও মনোবল নিয়ে বাম হাত দিয়েই শিক্ষা জীবন শুরু করে এবার এইচএসসি পাশ করেছি। এভাবেই কষ্ট করে লেখাপড়া করে একজন আদর্শ শিক্ষক হতে চাই।

বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার চক্রবর্তী বলেন, প্রতিবন্ধী হওয়ায় আমরা থেকে তাকে সার্বিক সহযোগিতা করে আসছি।

 
Electronic Paper