ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফুলবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ২:০১ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা অবৈধপথে দুই দেশের দালালের মাধ্যমেই জীবন-জীবিকার তাগিদে র্দীঘদিন ধরে ভারতের হরিয়ানায় ইট ভাটায় কাজের সন্ধানে যান।

দীর্ঘদিন পর ভারতের হরিয়ানা থেকে আবারো দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবির হাতে আটক হন। পরে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত যাওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় উপজেলার ধর্মপুর সীমান্ত টহলরত কাশিপুর ক্যাম্পের নায়েক মানিক মিয়ার নেতৃত্বে একদল বিজিবি সদস্য আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার নং ৩ এসের পাশ থেকে তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের মোজাহার আলী (৪৭), তার স্ত্রী সাহিদা বেগম (৪০), ছেলে শাহিন (১৬), সাজিদুল (১৪) ও ইব্রাহিম (৭), পূর্ব রাবাইতারী গ্রামের আমিনুল ইসলাম (৩৭), তার স্ত্রী খাদিজা বেগম (৩২) মেয়ে আর্জিনা (১৩), আকলিমা (৯) ও ফাতেমা (৫), ঘুঘুরহাট দোলাটারী গ্রামের সুফিয়া বেগম (৩৫), তার ছেলে সুজন (৫), ভাই সবুজ (১৮), নাগেশ্বরী উপজেলার ধনীগাগলা গ্রামের আব্দুল আলীম (৩৫), তার স্ত্রী আছমা বেগম (৩০), ছেলে আলামিন (১১), আলীফ (৪) একই উপজেলার স্কুলেরহাট গ্রামের আম্বিয়া (৩০) ও মেয়ে খুশি (৬)। আটকদের রাতে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

 
Electronic Paper