ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উলিপুরে স্বাস্থ্যকেন্দ্রের ছাদে ধস

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৭:৫৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তরা ধসে পড়ে কর্তব্যরত ওয়ার্ড বয় আহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরী বিভাগে রোগীকে সেবা প্রদান করার সময় হঠাৎ করে ছাদের পলেস্তরা ধসে পড়ে ওয়ার্ড বয় জাহাঙ্গীর আলম আহত হন। এ সময় চিকিৎসা নিতে আসা মর্জিনা বেগম, স্বপ্না বেগম, বর্ণালীসহ কয়েকজন রোগী অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দিন সরকার জানান, হঠাৎ করে ছাদের পলেস্তরা ধসে পড়লে কর্তব্যরত হাতপাতালের ওয়ার্ড বয় জাহাঙ্গীর আলম পায়ে আঘাত পেয়ে আহত হন। তাকে হাতপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উনারা দ্রুত ধসে পড়া অংশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

 
Electronic Paper