ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নীলফামারীতে তথ্য সংঘ দিবস পালন

নীলফামারী প্রতিনিধি
🕐 ৯:০০ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, নীলফামারী বিটিসিএলের উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন, পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের উদ্যোক্তা আজাহারুল ইসলাম রাজা প্রমুখ।

বক্তারা দিবসটির মূল প্রতিপাদ্য ‘তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মান সংরক্ষণ’ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

 
Electronic Paper