ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকার লক্কড়-ঝক্কড় বাস রংপুরে

রংপুর অফিস
🕐 ৯:৩৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৮

রাজধানী ঢাকায় চলাচলকারী বিআরটিসি লক্কড়-ঝক্কড় মার্কা দোতলা বাসসহ প্রায় ৬ শতাধিক বাস এখন রংপুর অঞ্চলে। ঈদ উপলক্ষে ঢাকার বিভিন্ন পোশাক কারখানার হাজারো শ্রমিক এ বাসগুলো রিজার্ভ করে ঈদ করার জন্য বাড়ি এসেছেন।

ঈদের ছুটি শেষে এ বাসগুলোতে করে কর্মস্থল ঢাকায় ফিরে যাবেন বলে জানান বাসের হেলপার ও ড্রাইভাররা। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
রংপুর নগরীর মিস্ত্রিপাড়া এলাকার আফরোজা বেগম জানান, ঈদের সময় ঢাকা থেকে রংপুরে আসা ও ঈদ শেষে ঢাকায় ফিরে যাওয়ার সময় ট্রেন ও বাসের টিকিট সহজে পাওয়া যায় না। তাই তারা বাস রিজার্ভ করে রংপুরে এসেছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য।
রঘু এলাকার এলাকার রীতা বেগম জানান, প্রতি বছর তাদের এলাকার পোশাক শ্রমিকরা একত্রিত হয়ে ঈদে বাড়ি আসার জন্য গাড়ি রিজার্ভ করে আসেন। এতে ঝামেলা কম। ইচ্ছে মতো আসা যায়।
রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডসহ জেলার সদর, পীরগাছা, পীরগঞ্জ, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, গঙ্গাচড়া ও মিঠাপুকুর উপজেলার বিভিন্ন অঞ্চলের হাজার হাজার পোশাক শ্রমিক ঢাকা, সাভার ইপিজেড, গাজীপুর, বাইপাইলসহ বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। পুলিশ বাসগুলো দেখভাল করছে। যাতে কোনো অঘটন না ঘটে।
নগরীর ট্রাক স্ট্যান্ডের পুরো এলাকা জুড়ে শুধু বিআরটিসির বাস রাখা হয়েছে। বিআরটিসি ছাড়াও ঢাকার আশপাশে চলাচলকারী অনেক বাসও সেখানে রয়েছে। প্রতিটি বাসে কাগজ দিয়ে রির্জাভ লিখে রাখা হয়েছে। বিআরটিসির দোতলা বাসগুলোতে ঢাকার বনানী, মিরপুর, মহাখালী, সাভারের ইপিজেডসহ বিভিন্ন রুটে চলাচল করে বলে এর হেলপাররা জানান।
বিআরটিসি দ্বিতল বাসের চালক মোহন উদ্দিন জানান, ১ লাখ ২০ হাজার টাকায় ৫ দিনের চুক্তিতে ঈদের আগের দিন রংপুরে এসেছেন। যাত্রীরা সবাই পোশাক শ্রমিক। এ বাসে করেই তারা ঢাকায় ফিরে যাচ্ছেন।
হেলপার রকিব জানান, তারা সাভারের ইপিজেড এলাকায় দোতলা বাস চালান। তারা যাওয়া-আসা মিলিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা চুক্তিতে এসেছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকার বিআরটিসি বাসের এক চালক জানান, এ বাসগুলো নিয়ে ঢাকা নগরীতেই চলাচল করা দুরূহ। ইঞ্জিনের অবস্থা খুবই করুণ।
সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি আকবর হোসেন জানান, লক্কড়-ঝক্কড় বাসে যাতায়াতের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে।

 
Electronic Paper