ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিপীড়ক শিক্ষকের চাকরিচ্যুতির দাবি

দিনাজপুর প্রতিনিধি
🕐 ৮:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

দিনাজপুর সদর উপজেলা শালকি সন্তোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। গত সোমবার বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শংকর ইউপি সদস্য সাইদুল ইসলামের সভাপতিত্বে শালকি সন্তোষপাড়া গ্রামের শতাধিক নারী পুরুষ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক শাহিনুর রহমান চর বছর আগে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় শিশু ও নারী নির্যার্তন দমন আইনে মামলা রয়েছে। এরপর ওই বিদ্যালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি পুনরায় শিক্ষকতা পেশায় যোগদান করার জন্য বিভিন্ন মহলে দেন দরবার করছেন। শিক্ষক শাহিনুরের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুতির দাবি জানান তারা।

শাহীনুর মাস্টারের কাছে কোনো ছাত্রী নিরাপদ নয়। তাকে যদি পুনরায় চাকরিতে বহাল রাখা হয় তাহলে গ্রামবাসী বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ার করেন।

 
Electronic Paper